সজনে পাতার গুঁড়া খাওয়ার নিয়ম
- প্রতিদিন সকালে খালি পেটে ১ গ্লাস পানির সাথে ১ চা চামচ সজনে পাতার গুড়া ভালোভাবে মিশিয়ে খেতে হবে।
- রাতেও ১ গ্লাস পানির সাথে ১ চা চামচ সজনে পাতার গুঁড়া মিশিয়ে খেতে হবে।রাতে ভরা পেটে খেলেও হবে।
- সজিনা পাতায় কমলা লেবুর ৭ গুণ ভিটামিন-সি,দুধের ৪ গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ,গাজরের ৪ গুণ ভিটামিন-এ,কলার ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান।
- ঔষধি গুণে ভরা সজিনা পাতার গুড়া পূরন করবে শরীরের খনিজের ঘাটতি।